এবার ব্যতিক্রমি চরিত্রে মোশারফ করিম
প্রকাশিত : ১৭:১০, ১৭ অক্টোবর ২০১৮
 
				
					কমেডি ধারার নাটকেই বেশি অভিনয় করেন মোশারফ করিম। এবার সেই ধারা ভেঙে ব্যতিক্রমধর্মী একটি নাটক নিয়ে আসছেন দর্শকদের সামনে। অঞ্জন আইচ পরিচালিত ‘অর্ধেক সত্য’ নামে একটি থ্রিলারধর্মী ধারাবাহিক নাটকে দেখা যাবে তাকে।
নাটকের গল্পে দেখা যাবে, মোশারফ করিম নিজের স্ত্রীকে খুন করে এর দায়ভার অন্যের ওপর চাপানোর জন্য নানা ধরনের পরিকল্পনা করে। এ জন্য এক মাফিয়া চক্রের সঙ্গে যুক্ত হয়ে পড়েন তিনি। একটা সময় পরিকল্পনা অনুযায়ী স্ত্রীকে খুন করার জন্য নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যায়।
তারপর থেকেই ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। নাটকে মোশাররফ করিমের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন নাদিয়া আহমেদ। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘সাধারণত হাস্যরসাত্মক গল্পেই বেশি অভিনয় করা হয়। নির্মাতারা আমাকে নিয়ে এভাবেই কাজ করেছেন। চাইলেও গণ্ডি থেকে বের হওয়া যায় না। এবার সে চেষ্টাই করেছি।’
শিঘ্রই ধারাবাহিকটি বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।  
 
এসি  
 
				        
				    






























































